• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় বিজিবির অভিযানে ৫ পিচ স্বর্ণবারসহ আটক -১


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728




জেলা প্রতিনিধি: যশোরের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬৩ গ্রাম ওজনের ৫ পিচ স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামী হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জিকরা গ্রামের আনোয়ারের ছেলে আফছার আলী (৪৫)।
মঙ্গলবার (  ১৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।  ৬৬৩ গ্রাম ওজনের ৫ পিচ  স্বর্ণবার এবং ২টি মোবাইল আটক করা হয়। 

বিজিবি আরও জানায় আটককৃত ব্যক্তিদের পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণবার গুলো পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে কলারোয়া হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।

সে আরো জানায় ঢাকার তেঘরিয়া, কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে কলারোয়া গমন করছিল।

আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯৭,৫৪,০৫৬/-(সাতানব্বই লক্ষ চুয়ান্ন হাজার ছাপ্পান্ন) টাকা ও ২টি মোবাইল এর মূল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, এবং নগদ ৬৯১২/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৯৭,৭৬,৯৬৮/-(সাতানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত আটষট্টি) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান  কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।