• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

এনসিপির পদযাত্রা ঘিরে নাশকতার অভিযোগে গোপালগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ কর্মী আটক


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোপালগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর একটি গোয়েন্দা সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

গোয়েন্দা সূত্র জানায়, এনসিপির চলমান কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে কংশুর এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি দল নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।

এর আগে পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী শহরজুড়ে টহল জোরদার করেছে।

সূত্র আরও জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা  নিয়া  হবে।