• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান: দেশে ফিরছেন বৃহস্পতিবার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭
ছবির ক্যাপশন: তারেক রহমান ad728

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২২ ডিসেম্বর, ২০২৫
দীর্ঘ নির্বাসন শেষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পরপরই তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করবেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সাথে এক বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ভোটার হওয়ার দিনক্ষণ নির্ধারণ সালাউদ্দিন আহমেদ জানান, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তারেক রহমান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শুরু করবেন। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, তাই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে বিধি অনুযায়ী নির্বাচন কমিশনের বিশেষ অনুমোদনের প্রয়োজন। মূলত এই বিষয়সহ নির্বাচনী নানা ইস্যু নিয়ে আলোচনার জন্যই বিএনপির প্রতিনিধি দল আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ করেন।

ইসিতে বিএনপির বৈঠক সোমবার বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসি এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। বৈঠকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবেন। দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় বর্তমান ভোটার তালিকায় তার নাম নেই। ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই তার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে।

সালাউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, "দেশবাসী তাদের প্রিয় নেতার আগমনের অপেক্ষায় প্রহর গুনছে। ২৫ ডিসেম্বর তিনি স্বদেশে পদার্পণ করবেন এবং ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত হবেন।"