• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৪৫ পিচ ইয়াবাসহ আটক -২


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

জেলা প্রতিনিধিঃ যশোরের কোতোয়ালি মডেল থানা  বেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আটক আসামী হলেন, আটকরা হলেন— সুজন তালুকদার (২৩), পিতা জয়নাল তালুকদার, গ্রাম বেজপাড়া টিবি ক্লিনিক, ডাকঘর যশোর, থানা কোতয়ালী, জেলা যশোর এবং ইমন শেখ (১৮), পিতা সাইদ শেখ, গ্রাম পশ্চিম টুটপাড়া, থানা লবনচরা, জেলা খুলনা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বর্ণিত ব্যক্তিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিল বলে জানা যায়।পরে আটক দুজনকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।