• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর মণিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় সাদ্দাম আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী ২০২৬, ১৩:২৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী নেতা রানা প্রতাপ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি সাদ্দাম মন্ডলকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কয়লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে কপালিয়া বাজারে একটি ক্লিনিকের পাশে গুলিতে বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ নিহত হন। তিনি একটি চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পুলিশের ধারণা। এর আগে এ মামলায় মিজানুর রহমানকে আটক করা হয়।