• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নাশকতা মামলায় শার্শার ১১ আওয়ামী লীগ নেতাকর্মীর আত্মসমর্পণ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরে একটি নাশকতা মামলায় শার্শা উপজেলার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৭ জুলাই) তারা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আদালত শারীরিক অবস্থা বিবেচনায় কাজিরবেড় গ্রামের আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন। তবে বাকি ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি (সহকারী পাবলিক প্রসিকিউটর) নুর আলম পান্নু।

আত্মসমর্পণকারীরা হলেন—
১. কাজিরবেড় গ্রামের আব্দুল আজিজের ছেলে কালাম হোসেন
২. দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল মান্নানের দুই ছেলে ইয়ানুর রহমান ও আব্দুল মতিন
৩. একই গ্রামের আরাফাতের ছেলে শাহীন মেম্বার ও জাফর
৪. মৃত আফসারের ছেলে আইজুল
৫. মহসিনের ছেলে স্বপন
৬. সুবর্ণখালী গ্রামের আইজেল মোড়লের ছেলে শামসুর রহমান
৭. উত্তর বুরুজবাগান গ্রামের মৃত আঃ অহেদের ছেলে মুরাদ হোসেন

মামলার পটভূমি:
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর রাতে বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে ১৬ ডিসেম্বর উপলক্ষে নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় সাকিব নামে একজনকে স্থানীয়রা আটক করে।

ঘটনার পরদিন দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় বিস্ফোরক দ্রব্য ও নাশকতা আইনে মামলা করেন। এতে সাবেক এমপি শেখ আফিল উদ্দিনসহ ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।

আত্মসমর্পণকারী ১১ জনই এজাহারভুক্ত আসামি এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন।