ঘেরের বিদ্যুতের তারে জড়িয়ে মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে মাছ মারতে গিয়ে মাছের ঘেরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মাছনা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার গাজী (৬০)। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর কারণ জানতে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, "মাছনা এলাকার জসিম নামে এক ব্যক্তি ঘেরের মাছ পাহারার জন্য ঘেরে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সেই ঘেরের পাশে খালে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুস সাত্তারের মৃত্যু হয়েছে।"
ওসি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি তারা।
প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান বলেন, "বুধবার দিবাগত রাত ১টার দিকে আমি বিলে মাছ মারতে যাই। তখন দেখি জসিমের ঘেরের পাড়ে আব্দুস সাত্তার পড়ে আছেন। তাঁর পায়ে ঘেরের পাড়ে আগে থেকে রাখা বিদ্যুতের তার জড়িয়ে আছে।" কামরুজ্জামান আরও বলেন, "আমি আব্দুস সাত্তারকে তুলতে গেলে হাতে ঝাড়া লাগে। তখন বুঝতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উনি মারা গেছেন। এরপর বাড়ি এসে জানালে লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।"
নিহতের ভাই আজিজুর রহমান দাবি করেন, "জসিমের ঘেরের পাড়ের বিপরীত পাশের খালে আমার ভাই বহুদিন ধরে ঘুনি (মাছ ধরার ফাঁদ) পেতে মাছ মারতেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ঘুনি থেকে মাছ আনতে গিয়ে জসিমের ঘেরের বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন।" আজিজুর রহমান আরও দাবি করেন, "ঘেরের পাড় দিয়ে যাতে লোকজন মাছ ধরতে যেতে না পারে এজন্য বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে তার টেনে জসিম ঘেরের পাড়ে দিয়ে রেখেছেন।"
তবে এ বিষয়ে জসিমের বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :