এসএসসিতে যশোর বোর্ডে পাশের হার কমেছে ১৯ শতাংশ, কমেছে জিপিএ-৫
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
স্টাফ রিপোর্টার,যশোর: এ বছর এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৭৩.৬৯ শতাংশ। যা গতবছরের তুলনায় ১৯ শতাংশ কম। কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০জন। যা গত বছরের থেকে ৫ হাজার ৩৫১জন কম। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবার অভিমত তিন কারণে পাশের হার কমেছে। তারপরও এ ফলাফলে তারা খুশি। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষও মনে করছে এবারের ফলাফল যথাযথ হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলার ২৫৭৫টি স্কুল থেকে ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৩৬ হাজার ১৭৭ জন, মানবিক বিভাগের ৫৩ হাজার ৮৩১ জন ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১২ হাজার ৩১১ জন। বোর্ডের দেয়া তথ্য মতে গত বছরের তুলনায় পাশের হার ১৯ শতাংশ কমেছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দাবি করোনার সময় শর্ট সিলেবাসে অভ্যস্ত হওয়া, জুলাই আন্দোলনের সময় পাঠগ্রহণ ব্যাহত হওয়া এবং সর্বোপরি প্রকৃত অর্থে খাতা মূল্যায়ন করায় এ বছর ফলাফল নিম্নগামী। তারপরও এ ফলাফলে তারা খুশি।
এদিকে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষও মনে করছে জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীরা ঠিকমত ক্লাস ও পাঠগ্রহণ করতে না পারায় ফলাফল কিছুটা খারাপ হয়েছে। তারপরও যে ফলাফল এসেছে তা যথাযথ হয়েছে।
আপনার মতামত লিখুন :