যুবকরা পথ হারালে জাতি হেরে যাবে- অধ্যাপক গোলাম রসুল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
চৌগাছা প্রতিনিধি : যশোর জেলা জামায়তের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘রাজনীতি বড়ই জটিল কাজ। এখানে মাথা ঠিক রেখে চলতে হবে। এখানে লোভ লালসা, ভয়, আতঙ্ক অনেক কিছু থাকরে কিন্তু এখানে যারা স্থির থাকতে পারবে, তারা ভালো কিছু দিতে পারবে। আর এখানে যারা হেরে যাবে, তারা নিজেরা হেরে যাবে। এবং জাতিকেও হারিয়ে দেবে। তাই যুবকরা ভালো থাকলে দেশ ভালো থাকবো।’
১৬ আক্টোবর বৃহস্পতিবার চেীগাছার কামিল মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা যুব শাখা আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা অভিভূত হয়ে লক্ষ করছি, দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে একটি আমাদের যুবসমাজ, আর এবটা আমাদের নারী সমাজ। এ পর্যন্ত তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেল। সব জায়গায় একই চিত্র। আমাদের বিশ্বিদ্যালয়ের শিক্ষিত তরুণ ভাই-বোনদের আস্থা ছাত্রশিবিরের ওপর। আমার আশা করছি এর প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে।’
উপস্থিত যুবকদের উদ্যেশে বলেন, ‘আমাদের অনেকগুলো প্রায়োরিটি আছে। ইন্টারন্যাশনাল রিলেশনস আছে। এ দেশের অর্থনীতি দুর্নীতিগ্রস্থ লোকদের হাত থেকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে তুলে দিতে হবে। কোনো মতেই ভারতীয় দালালদের হাতে এদেশকে আমরা তুলে দিতে পারিনা।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়তের আমির মাওলানা গোলাম মোরশেদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারী সহ-অধ্যাপক নরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুবনেতা অধ্যাপক মনিরুজ্জামান, জেলা যুব নেতা কামরুল ইসলাম শিহাব, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা শাহাআলম প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও যুব নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :