
যশোরের গরীবশাহ রোডে চাঁদা না দেওয়ার জের ধরে একটি দোকানে চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পর থেকে শুক্রবার সকাল ৯টার আগ পর্যন্ত যেকোনো সময়ের মধ্যে।
ক্ষতিগ্রস্ত দোকান 'হাসান বেডিং'-এর মালিক মাহমুদুল ইসলাম বাদশা কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের বদর উদ্দীনের ছেলে বজলু, বকুলতলা এলাকার আব্দুল হালিমের ছেলে শহিদুল ইসলাম এবং একই এলাকার অ্যালবার্ট পাদ্রীর বিরুদ্ধে চাঁদাবাজি ও চুরির অভিযোগ এনেছেন।
বাদীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন এবং চাঁদা না দিলে দোকান ও গোডাউনে হামলার হুমকি দিতেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে এসে তিনি দেখতে পান, দোকানের তালা ভাঙা এবং ভিতরের আসবাবপত্র চুরি হয়েছে।
এছাড়া, গোডাউনের মালামালের কিছু অংশ পাশের একটি গির্জার ভেতরে পড়ে থাকতে দেখা যায়। বাদীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা দোকান থেকে চার বস্তা ফাইবার তুলা নিয়ে গেছে এবং ভাঙচুর ও লুটপাটে তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :