
স্বপ্নভূমি ডেস্ক : যশোরে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ও রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২ আগস্ট) দুপুরে কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, “অনেকে অবৈধ পথে বিদেশ গিয়ে নানা সমস্যায় পড়েন। তাদের স্বপ্ন পূরণ তো হয়ই না, বরং নিঃস্ব হয়ে দেশে ফিরতে হয়। তাই বিদেশ যাওয়ার আগে উপযুক্ত প্রশিক্ষণ ও ভাষাজ্ঞান অর্জন জরুরি।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেল মজুমদার। এ সময় বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রিন্সিপ্যাল অফিসার সুকান্ত কুমার রায়, ইসলামী ব্যাংক জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের যশোর শাখা ব্যবস্থাপক মাসুদুজ্জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর সিরাজুল ইসলাম, বৈষম্যবিরোধী যোদ্ধা আহাদ হোসাইন, রেমিট্যান্স যোদ্ধা শফিয়ার রহমান ও রিনা খাতুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান। কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা শেষে ২০২৪-২৫ অর্থবছরে এক কোটি ৯১ লাখ টাকা রেমিট্যান্স প্রেরণের জন্য রকি আহমেদ এবং এক কোটি ২৭ লাখ টাকা পাঠানোর জন্য আব্দুল করিমকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :