• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাস্তার পাশ থেকে মৃতপ্রায় হনুমান উদ্ধার, পাঠানো হলো চিকিৎসায়


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে রাস্তার পাশ থেকে প্রায় বিলুপ্ত প্রজাতির অসুস্থ একটি কালোমুখি হনুমান উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার দূর্গাপুর মাষ্টারপাড়া থেকে হনুমানটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। বর্তমানে কেশবপুরে বনবিভাগের তত্ত্বাবধানে হনুমানটির চিকিৎসা চলছে।

স্থানীয় সমাজকর্মী আল হেলাল মামুন বলেন, দলচ্যুত হয়ে দুই তিনদিন আগে হনুমানটি আমাদের এলাকায় ঘোরাফেরা করছিল। আমরা এলাকাবাসী তাকে রুটি-কলা খেতে দিচ্ছিলাম। আজ (শনিবার) সকাল ৮টার দিকে হনুমানটি রাস্তারপাশে মৃতপ্রায় অবস্থায় পড়ে ছিল। পরে বনবিভাগের কর্মকর্তাদের ডেকে হনুমানটি তাদের হেফাজতে দেওয়া হয়েছে। ধারণা হচ্ছে, ক্ষুধার জ্বালায় অনুমানটি অসুস্থ হয়ে পড়েছিল।

মনিরামপুর উপজেলা বন কর্মকর্তা আবু তাহের বলেন, হনুমানটির বয়স হয়েছে। ধারণা করা হচ্ছে গাছ থেকে পড়ে সে গুরুত্বর আহত হয়েছে। আমরা হনুমানটিকে কেশবপুর বনবিভাগের হেফাজতে দিয়েছি।কালোমুখি বিলুপ্ত প্রায় হনুমানের বসবাস যশোরের কেশবপুরে। এখানে কয়েকশ' হনুমানের অভায়শ্রম রয়েছে। যেখানে সরকারিভাবে তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়। তবে খাদ্যের সংকটে এই অঞ্চল থেকে সারা বছর দল বেধে হনুমানকে মনিরামপুরের বিভিন্ন এলাকায় চলে আসতে দেখা যায়।

যশোর জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমাদের নিজস্ব কোন চিকিৎসক নেই। কেশবপুর বনবিভাগের তত্ত্বাবধানে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা অসুস্থ হনুমানটির চিকিৎসা দিচ্ছেন। তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি।