
স্বপ্নভূমি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতের সিদ্ধান্ত বহাল রেখে আজ (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগও নির্বাচন আয়োজনের পথ সুগম করেছে। আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের ফলে নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন এবং স্থগিতাদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে বলে নির্দেশ দেন।
রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া রিটকারীর পক্ষে এবং ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক প্রার্থী ফরহাদের পক্ষে শুনানি করেন।
এর আগে, ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করে ৩০ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়ার আদেশ দেন। সেই সময় মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী বি এম ফাহমিদা আলমের দায়ের করা রিটের শুনানি চলছিল। পাশাপাশি এস এম ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগ নির্বাচনি ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশও দেন হাইকোর্ট। তবে ওইদিন বিকেলেই চেম্বার জজ আদালত স্থগিতাদেশ তুলে নেন, ফলে নির্বাচন যথাসময়ে হওয়ার সুযোগ তৈরি হয়।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী রয়েছেন।
সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে—১৩টি পদে লড়বেন ২১৭ জন প্রার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডাকসু নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রার্থীরাও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা করছেন।
আপনার মতামত লিখুন :