• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নবাবের মৃত্যু


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম নবাব ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবের ভাই সিরাজ। নবাব সদরের কিসমত নওয়াপাড়ার বাসিন্দা ও নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। 
সিরাজ জানিয়েছেন, নবাব দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন। দেড় মাস আগে জামিনে মুক্তি পেয়ে তিনি কারাগার থেকে বের হন। ১৫ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় নবাবকে উন্নত চিকিৎসার ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।  মঙ্গলবার  চিকিৎসাধীন অবস্থায় নবার মারা যয়। আজ সন্ধ্যা সাতটার দিকে নবাবের মরদেহ যশোরের নিজ বাড়ি কিসমত নওয়াপাড়ায় পৌঁছাবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
তিনি জানান, নবাবের বিরুদ্ধে বিগত সরকারের আমলে করা নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনের ১৬টি মামলা রয়েছে। নবাব যশোরের যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলারও আসামি।