যশোরের কেশবপুরে বিদ্যুতের ছিড়ে পড়া তারে শিশুর মৃত্যু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে ছিড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে আজাহারুল ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়েঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আজাহারুল ইসলাম বড়েঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। বিদ্যুতায়িত হয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার মনিরুজ্জামান বাচ্চু।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের মোল্লাপাড়ায় আজাহারুল ইসলামের বাড়ির পাশে বিদ্যুতের একটি তার ছিড়ে পড়ে ছিল। শিশু আজাহারুল ইসলাম ওই ছিড়েপড়া বিদ্যুতের তারে অসাবধনতাবশত বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত শিশুর চাচা মতিয়ার রহমান বলেন, বাড়ির সকলের অগোচরে শিশুটি ছিড়েপড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :