• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

 স্বপ্নভূমি ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার চৌপল্লী গ্রামের বাসিন্দা। তারা এক ওমানপ্রবাসী স্বজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফিরিয়ে আনছিলেন। পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু রয়েছেন। তারা হলেন—ফয়েজ্জুনেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি (১০), মিম (২) ও লামিয়া (৯)। একই পরিবারের এই সদস্যরা প্রবাসী আত্মীয়ের সঙ্গে ফিরছিলেন।

মাইক্রোবাসটিতে মোট ১১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর প্রবাসীসহ চারজন পুরুষ কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে প্রাণে বাঁচলেও, নারী ও শিশুরা গাড়ির ভেতর আটকে পড়ে ডুবে যান।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। গাড়ির কেবিনে পানি ঢুকে পড়ায় ভেতরে থাকা নারী ও শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি দেওয়ান লিটন বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে সাতটি মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা। আমরা শোকাহত।”