সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমেই তরুণ সমাজ গড়ে উঠবে, তরঙ্গ শিল্পীগোষ্ঠীর রজতজয়ন্তীতে বক্তারা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2025 ইং
স্টাফ রিপোর্টার : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া তরঙ্গ শিল্পীগোষ্ঠী, যশোরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গত ৯ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে এই রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ দূর করে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে একটি সুস্থ ও তরুণ সমাজ গড়ে তোলার ওপর জোর দেন।
অতিথিদের বক্তব্য ও আলোচনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। তিনি তাঁর বক্তব্যে সুস্থ সংস্কৃতির বিকাশে প্রতিষ্ঠালগ্ন থেকেই তরঙ্গ শিল্পীগোষ্ঠীর কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এর সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। তিনি বলেন, "সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরঙ্গ শিল্পীগোষ্ঠীর কার্যক্রম এক বিশাল লক্ষকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে।"
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাসের নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা। তিনি বর্তমান সময়ের সংস্কৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "২৪ পরবর্তী সময়ে স্বৈরাচার বিদায় নিলেও কালচারাল ফ্যাসিস্ট এখনো রয়ে গেছে। এদেরকে প্রতিহত করতে এবং একটি তরুণ সমাজ গড়ে তুলতে হলে সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও চিন্তক বেনজিন খান, যশোর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও বিজ্ঞ আইনজীবী গাজী এনামুল হক এবং বিশিষ্ট শিশু সাহিত্যিক জুবায়ের হুসাইন।
অনুষ্ঠানের চিত্র
তরঙ্গ শিল্পীগোষ্ঠী, যশোরের চেয়ারম্যান আহম্মেদ ইব্রাহিম শামীমের সভাপতিত্বে এই জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়। তরঙ্গ শিল্পীগোষ্ঠীর পরিচালক রিফাত আহম্মেদ হিমেলের পরিচালনায় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশবরেণ্য জনপ্রিয় নাশিদ শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান আহম্মেদ ইব্রাহিম শামীম ২৫ বছর পূর্তি উপলক্ষে সকল শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে তরঙ্গের পথচলায় সকলকে সাথে থাকার আহ্বান জানান।
তরঙ্গের উপদেষ্টা মণ্ডলীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি গাজী মুকিতুল হক।
এসময় তরঙ্গ শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা পরিষদ, সাবেক পরিচালক, শিল্পী, দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের লেখক, চিন্তক, গবেষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন, যা দর্শকদের মুগ্ধ করে তোলে।
আপনার মতামত লিখুন :