• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরের কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরের কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ে ওই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। 

কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রিজাউল করিমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক মানস কুমার হালদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ মন্ডল, অভিভাবক মিহির কান্তি মন্ডল, অসীম বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রহ্ম।
শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি মনোযোগী করে তুলতে ও ভালো ফলাফল যাতে করতে পারে এজন্য অভিভাবকরা যেন তাদের সন্তানদের দিকে খেয়াল রাখে সে বিষয়ে সমাবেশে আলোচনা করা হয়। বিদ্যালয়টি জলাবদ্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যাতায়াত ও লেখাপড়ায় বিঘ্ন ঘটায় মাঠ ভরাটসহ বিদ্যালয়ের নতুন ভবনের দাবি জানান অভিভাবকেরা। অতিথিরা বিদ্যালয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া অতিদ্রুত মাঠ ভরাট করাসহ নতুন ভবন নির্মাণের জন্য জোর চেষ্টা চালাবেন বলে জানান।