‘আদর্শ বিচ্যুতি ও প্রবঞ্চনার’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন নুসরাত তাবাসসুম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮
নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনকালীন সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে এনসিপি’র অংশগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে এবং দলীয় আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার অভিযোগ তুলে তিনি এই ঘোষণা দেন।
রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নুসরাত তাবাসসুম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এনসিপি থেকে নির্বাচনের লক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
ফেসবুক পোস্টে নুসরাত এনসিপি’র মূল লক্ষ্য ও আদর্শের কথা উল্লেখ করে লেখেন, এনসিপি তার জন্মলগ্নে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত এবং বাংলাদেশপন্থার যে স্বপ্ন দেখিয়েছিল, তিনি তা মনেপ্রাণে ধারণ করেন। তবে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ ২৮ ডিসেম্বর ঠিক ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০-দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে, আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে বিচ্যুত হয়েছেন।”
নুসরাত আরও অভিযোগ করেন যে, দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে জোট গঠনের মাধ্যমে তৃণমূলের প্রার্থী ও সমর্থকদের সঙ্গে ‘প্রবঞ্চনা’ করা হয়েছে।
বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, “এ সমস্ত ঘটনাবলির প্রেক্ষিতে আমি নুসরাত তাবাসসুম নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং অবস্থা পুনর্বিবেচনাক্রমে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করছি।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত এই মুখ জাতীয় নাগরিক পার্টি গঠনের সময় থেকেই নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ছিলেন। তার এই আকস্মিক সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :