• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঐতিহাসিক 'জুলাই জাতীয় সনদ' স্বাক্ষরের পথে: সংবিধানসহ ৮৪ সংস্কার প্রস্তাবে সই করছে ৩০ দল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ৮৪টি প্রস্তাব সম্বলিত ঐতিহাসিক 'জুলাই জাতীয় সনদ' আজ শুক্রবার (১৭ অক্টোবর) স্বাক্ষরিত হতে যাচ্ছে। সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পদ্ধতিগত মতভিন্নতা থাকলেও, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সনদে সই করবেন।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাম ধারার চারটি দল। এনসিপি মনে করে, আইনি ভিত্তি ও আদেশের নিশ্চয়তা ছাড়া সনদে সই করা মূল্যহীন হবে। তবে, বিএনপি ও জামায়াতে ইসলামী আজ সনদে সই করার বিষয়ে ইতিবাচক।

সনদে যা থাকছে:
  • সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসনে সংস্কারের মোট ৮৪টি প্রস্তাব রয়েছে সনদে। এর মধ্যে ৪৭টি প্রস্তাব বাস্তবায়নে বিদ্যমান সংবিধান সংশোধন করতে হবে। মূল সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো।

  • এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এবং একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না।

  • আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট করা।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত বাছাই কমিটির মাধ্যমে নিয়োগের বিধান করা।

সনদ বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা:
দলগুলোর মধ্যে প্রধান মতপার্থক্য সনদ বাস্তবায়নের উপায় নিয়ে।

  • জামায়াতে ইসলামী ও এনসিপি চায়, সংস্কার টেকসই করতে জুলাই বাস্তবায়ন আদেশ জারি করে জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে হবে।

  • বিএনপি মনে করে, প্রজ্ঞাপন জারি করে একটি নতুন অধ্যাদেশ করে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট করা যায়। ভিন্নমত থাকা প্রস্তাবগুলো দলগুলো তাদের নির্বাচনী ইশতাহারে উল্লেখ করবে।

ঐকমত্য কমিশনের প্রত্যাশা:
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করেন, এনসিপিসহ সবাই সনদে অংশ নেবে। তিনি জানান, কমিশনের মেয়াদ (৩১ অক্টোবর) শেষ হওয়ার আগেই সনদ বাস্তবায়নের একটি সুস্পষ্ট সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে।

অনুষ্ঠান সূচি:
আজ বিকেল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবার শেষে সনদে সই করবেন এবং বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানে খালেদা জিয়া, শফিকুর রহমান ও নাহিদ ইসলামসহ প্রায় তিন হাজার বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।