অভয়নগরে যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে হাফিজুর রহমান (২৯) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাপাশহাটী গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত হাফিজুর রহমান কাপাশহাটী গ্রামের কালু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে কাপাশহাটী গ্রামের মহসিনের বাড়ির পাশের আম বাগানে এক নারী পাতা কোড়াতে গিয়ে হাফিজুরের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে দুপুরে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের এক বন্ধু নাম প্রকাশ না করে বলেন, স্ত্রী চলে যাওয়ার পর থেকে হাফিজুর মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। যে কারণে সে মাঝে মধ্যে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলতো।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আপনার মতামত লিখুন :