• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দুই পুলিশকে আঘাত করে পালিয়ে গেছে চোর, ধাওয়া দিয়ে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ ও গরু উদ্ধার


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে গরু চুরি করে পালানোর সময় চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ টেনে পালিয়ে যায় চোর চক্র। পরে ধাওয়া দিয়ে যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ ও একটি চোরাই গরু উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। 
পুলিশ বলছে, ধরা পড়ার ভয়ে পাকা সড়কের উপর গরুসহ পিকআপ ফেলে সটকে পড়েছে চোর চক্র।

আহত দুই পুলিশ সদস্য হলেন, খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)  রইচউদ্দিন ও পুলিশ সদস্য নাছির উদ্দিন। তারা দুজনে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে নাসির উদ্দিনের নিচের ঠোঁটের ভিতরের অংশে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান পিকআপ ও চোরাই গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পিকআপ থামতে সংকেত দিলে চোর চক্র পুলিশকে লাঠি দিয়ে আঘাত করেছে। এ বিষয়ে পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের আনুষ্ঠানিক জানাবেন।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের এএসআই রইচউদ্দিন বলেন, রোববার দিবাগত রাতে দুইজন কনস্টবল সঙ্গে নিয়ে টহল ডিউটিতে ছিলাম। ভোর চারটার পরপরই দেখি খেদাপাড়া কলেজের অদূরে পাকা রাস্তার পাশে একটি পিকআপ দাঁড়িয়ে আছে। পিকআপের পিছনে সামনের অংশে উঁচু করে মাছ বহনকারী খালি ড্রাম রাখা। আমরা চালককে জিজ্ঞাসাবাদ করার সময় দেখতে পাই, স্থানীয় আজগার আলীর বাড়ি থেকে অন্ধকারে এক ব্যক্তি বের হচ্ছেন। তখন সন্দেহ হওয়ায় পিকআপ থামাতে সংকেত দিলে চালক গাড়ি টান দেওয়ার চেষ্টা করে।

এএসআই রইচ আরও বলেন, আমরা পিকআপের গ্লাস ভেঙ্গে গাড়ি থামানোর চেষ্টা করি। তখন চোরচক্র আমাদের লোহার রড় দিয়ে আঘাত করে পিকআপ টেনে পালিয়ে যায়। ওরা সংখ্যায় চারজন ছিল। 
আহত হয়ে আমি ও কনস্টবল নাছির মনিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। নাছিরের নিচের ঠোঁটের ভিতরের অংশে ৫-৬টা সিলাই দেওয়া লেগেছে।
এএসআই রইচ উদ্দিন বলেন, দ্রুত ঘটনাটি থানায় জানানো হয়। পরে ওসি তদন্ত স্যারের নেতৃত্বে ধাওয়া দিয়ে ভোর ছয়টার দিকে কেশবপুর অঞ্চলে প্রধান সড়কের পাশ থেকে পিকআপ ও একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। চোরচক্র পিকআপ ও গরু রাস্তায় ফেলে পালিয়ে গেছে।

খেদাপাড়া অঞ্চলের কৃষক আজগার আলী বলেন, গোয়ালে দুটো গরু ছিল। চোরেরা তালা ভেঙ্গে দুটো গরুই বের করেছে। ওরা একটি গরু নিয়ে গেছে। বাকিটা সকালে রাস্তার পাশে ঘাস খাওয়া অবস্থায় পাইছি।


ছবি : উদ্ধার হওয়া চোরাই গরু।
ছবি : জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ।