মণিরামপুরের তৃপ্তি ও তার ছেলেকে অপরহণ ও গুমের অভিযোগে প্রেমিক সৌমিক রায়ে বিরুদ্ধে আদালতে মামলা
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরের ইত্যা গ্রামের মেয়ে তৃপ্তি রানী দাস ও তার ছেলে অন্যন্য কেশব দাসকে অপরহণ ও হত্যা করে লাশ গুমের অভিযোগে প্রেমিক সৌমিক রায়ে বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার অপহৃত তৃপ্তি দাসের বাবা গোবিন্দ দাস বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি সৌমিক রায় নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, তৃপ্তি রানী দাসকে পারিবারিক ভাবে কয়েক বছর আগে ঝিনাইদাহ মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের বিপ্লব দাস বিয়ে করেন। দাম্পত্য জীবনে অন্যান্য কেশব দাস নামে তাদের চার বছর বয়সী একটি পুত্র সন্তান আছে।
মোবাইল ফোনের মাধ্যমে আসামি সৌমিকের সাথে তৃপ্তির পরিচয়। মোবাইলে সৌমিকের সাথে কথা বলতে দেখে ফেলে বিল্পব দাস। তৃপ্তিকে কথা বলতে নিষেধ করাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। ফলে তৃপ্তি রানী ছেলেসহ তার পিতার বাড়িতে চলে আসে। চলতি বছরের ৮ মে সকাল ৯টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ডাক্তার দেখানোর করে তৃপ্তি রানী তার ছেলেকে নিয়ে চলে যায়। দীর্ঘদিন পার হলেও তৃপ্তি তার ছেলেকে নিয়ে আর বাড়িতে ফেরেনি। এরইমধ্যে একদিন তার মায়ের কাছে মোবাইল করে সৌমিক জানায় তৃপ্তি ছেলেসহ তার কাছে আছে। এর দু’দিন পরে তৃপ্তি মায়ের কাছে আবারও ফোন করে বলে, তাকে খোঁজাখুজি করলে সৌমিক খুন করে লাশ গুম করে ফেলবে। গত ২৩ আগস্ট বেলা ১১টার দিকে তৃপ্তি নিজেই আবার তার মায়ের কাছে ফোন করে বলে যে মা আমাদের বাঁচাও। আমাদের অপহরণ করে ওরা আটক করে রেখেছে। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। তৃপ্তি ও তার ছেলেকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :