• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না ইনকিলাব মঞ্চ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : 
ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতা-কর্মীসহ সাধারণ ছাত্র-জনতা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ের ‘শহীদ হাদি চত্বরে’ অবস্থান নেন।

এর আগে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান গ্রহণ করে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই ঘোষণার পর হাড়কাঁপানো শীত উপেক্ষা করে গত রাতভর শাহবাগ চত্বরেই অবস্থান করেন বিক্ষোভকারীরা।


শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন—এমন খবরে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা সংহতি জানিয়ে শাহবাগ মোড়ের মূল পয়েন্ট থেকে কিছুটা সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। তারেক রহমানের গাড়ি বহর অতিক্রান্ত হওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে তারা পুনরায় শাহবাগ মোড় অবরোধ করেন।

বর্তমানে শাহবাগ এলাকায় যান চলাচল সীমিত হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ‘শহীদ হাদি চত্বর’ থেকে ঘাতকদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা জানান, যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হবে, ততক্ষণ তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন।