
স্বপ্নভূমি ডেস্ক : সুন্দরবনের শরবতখালী এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা ও ৫ রাউন্ড ফাঁকা গুলি, পাশাপাশি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।
বুধবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, আসাবুর বাহিনীর সদস্যরা শরবতখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) নামের দুইজনকে আটক করা হয়। তারা খুলনার পাইকগাছা থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে অস্ত্র ও গুলি সরবরাহসহ বিভিন্ন দস্যু কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে বাহিনী সবসময় সচেষ্ট থাকবে।
আপনার মতামত লিখুন :