• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ ও আধিপত্যবাদ থেকে মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেছিলেন। তিনি ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। তার হাত ধরেই দেশে নতুন সূচনা হয়েছিল।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির চার দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, জিয়াউর রহমানের ১৯ দফার অন্যতম ছিল কৃষি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা, আর সেই লক্ষ্য পূরণে বৃক্ষরোপণ অপরিহার্য। বক্তারা দেশের প্রতি দায়বদ্ধতা থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত নেতা তরিকুল ইসলামসহ সকল নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং কর্মসূচিতে ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আঞ্জারুল হক খোকন, নগর শাখার সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক।

উল্লেখ্য, আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে যশোর জেলা বিএনপি চার দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে রোববার প্রথম দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১১টায় বৃক্ষ বিতরণ কর্মসূচি এবং বিকেল ৩টায় টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।