• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইছামতীর ঢলে শার্শায় ভয়াবহ জলাবদ্ধতা,পরিদর্শন করলেন জামায়াতে ইসলামী্র নেতৃবৃন্দ


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় ইছামতী নদীর পানির ঢলে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে রুদ্রপুর, দাদখালীসহ আশেপাশের এলাকায় তিন শতাধিক ঘরবাড়ি, কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, হাজার হাজার বিঘা ফসলি জমি এবং অর্ধ শতাধিক মাছের ঘের পানির নিচে তলিয়ে গেছে।

পানির উচ্চতা ক্রমেই বাড়তে থাকায় অনেক পরিবার পাকা সড়কের ওপর তাবু টাঙিয়ে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে বন্যা কবলিত রুদ্রপুর ও দাদখালী এলাকা পরিদর্শন করেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও শার্শা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ, মাওলানা হাবিবুর রহমান, মাষ্টার আব্দুল কুদ্দুস, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রুহুল আমিন গাজী, ডা. জাকী জুবায়ের, প্রভাষক তরিকুল ইসলাম, আব্দুল মাজেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।