
নিহত আজিম ও আহত হালিমা মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান। তারা মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় দুই শিশুকে বিষাক্ত সাপ কামড়ায়। দ্রুত তাদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও সেখানে এন্টিভেনম না থাকায় পরে স্থানীয় চালকিডাঙ্গা এলাকার এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।
অপরদিকে হালিমাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। চিকিৎসকরা জানান, হালিমার অবস্থা আপাতত স্থিতিশীল হলেও তাকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
আপনার মতামত লিখুন :