• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা চায় যুক্তরাজ্য


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৪
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেন ওয়াশিংটন ভেনেজুয়েলাকে ‘চালাবে’, তখন তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন—তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ওই হামলার বৈধতা ও এর পরিণতি নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখনই এমন মন্তব্য করল ব্রিটেন।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ ট্রেজারির চিফ সেক্রেটারি ড্যারেন জোন্সকে জিজ্ঞেস করা হয়, ট্রাম্পের এই মন্তব্য কি উপনিবেশবাদকে নির্দেশ করে কি না। জোন্স বলেন, ব্রিটেন উপনিবেশবাদের পক্ষে নয়।
তবে তিনি যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের অর্থ কী, সে বিষয়ে ব্রিটিশ সরকার এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলারই ব্যাখ্যা দেওয়ার বিষয় যে পরবর্তী পদক্ষেপ কী হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কোনো তৃতীয় দেশের পক্ষে ভেনেজুয়েলার সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা ঠিক নয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে কি না, এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান জোন্স। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের বিষয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র এক দুঃসাহসিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর দেশটিকে সাময়িকভাবে আমেরিকার নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে বিচার হবে।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যতদিন না আমরা নিরাপদ, সঠিক ও বিচক্ষণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে পারি, ততদিন আমরা দেশটি চালাব।
আমরা এমন কোনো ঝুঁকি নিতে পারি না, যেন এমন কেউ ভেনেজুয়েলার ক্ষমতা দখল না করে, যে ভেনেজুয়েলাবাসীর স্বার্থকে গুরুত্ব দেবে না।