• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামে নিখোঁজের একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মালশাকুড় ব্রিজের নিচ থেকে তার লাশ পাওয়া যায়। নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হওয়ার পর খায়রুল আর ফিরে আসেননি। পরদিন দুপুরে ব্রিজের নিচে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, খায়রুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে