• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর কালেক্টরেট ভবনের তার চুরির সময় যুবক আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫, ৬:২১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার,যশোর:
যশোর কালেক্টরেট ভবন থেকে ইন্টারনেট, ডিস সংযোগের তার চুরির সময় বিপ্লব ওরফে লিটন এক যুবকে ধরে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার সকালে  জেলা প্রশাসন কার্যালয় থেকে তাকে আটক করা হয়।  আটক মিটন খুলনার ৫ নম্বর ঘাট এলকার নুরু বাবুর্চির ছেলে ও যশোর শহরের চাঁচড়া রায়পাড়া কালুর বাড়ির ভাড়াটিয়া।
যশোর জেলা প্রশাসনের নাজির রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ভবন থেকে প্রায় সময় ইন্টারনেট, টেলিফোন, ডিস সংযোগসহ বিভিন্ন ধরনের তার চুরি হয়। এক মাস আগে ত্রাণ ও দুর্যোগ ভবনের প্রায় ৪০ হাজার টাকা তার চুরি হয়ে যায়। বৃহস্পতিবার সকালে ওই যুবক কালেক্টরেট ভবনের দোতলা থেকে তার চুরি করে নিচে নামার সময় স্টাফরা তাকে আটক করে। এ সময় সে তার চুরি করেনি বলে জানায়। পরে উত্তম মাধ্যমে দেয়ার পর সে তার চুরির কথা স্বীকার করে। 
ঘটনা শুনে তার স্ত্রী সায়রা বেগম তিন সন্তান নিয়ে আসেন এবং ক্ষমা চান। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।