• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তাঁর কোনো সাড়া না পেয়ে কর্তৃপক্ষ কক্ষের বারান্দার কাচের দরজা ভেঙে বিছানায় তার নিথর দেহ দেখতে পান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার আলমগীর হোসেন জানান, রোববার রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন এবং পরে ক্লাবের ৩০৮ নম্বর রুমে রাত্রিযাপন করেন। সোমবার সকালে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি রুম থেকে বের হননি এবং মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়ার পরও কোনো সাড়া মেলেনি। দরজায় নক করেও সাড়া না পাওয়ায় বারান্দা দিয়ে ভেতরে ঢুকে তার মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে সেনাবাহিনী, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন তদন্তকারী সংস্থা উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরিবারের অনুমতি পেলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, যার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।