যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র আহত
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী ২০২৬, ১৩:৪১
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরের চাঁচড়া ডালমিল তেতুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাব্বি সোহরাব (২৬) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন।
আহত রাব্বি সোহরাব যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের শেরআলী মদনপুর গ্রামের তারেকের ছেলে। তিনি এমএম কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাব্বি সোহরাব নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে এমএম কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে চাঁচড়া ডালমিল তেতুলতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা খেয়ে তিনি সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
আপনার মতামত লিখুন :