• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জীবননগরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক, পলাতক আরও দুইজন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের রফিকুল ইসলাম টেনার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে মাদ্রাসায় যাওয়ার পথে শিহাব ও আরও দুজন যুবক কিশোরীকে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে যায়। পরে একটি দোকান থেকে খাবার কিনে দিয়ে বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর তাকে হত্যার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়।

ভুক্তভোগী ছাত্রীর মা জানান, শুরুতে মেয়ে কিছু না বললেও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ পায়। পরিবারের সম্মান রক্ষার্থে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে সঠিক বিচার না মেলায় ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ঘটনাটি ‘পুলিশ কেস’ হিসেবে উল্লেখ করেন। পরে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শিহাবকে আটক করা হয়েছে। পলাতক অন্য দুই অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। ভুক্তভোগী পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।