যশোরে মাঠে ছাগল আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2025 ইং
যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনী পাড়ায় মাঠে ছাগল আনতে গিয়ে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে। রাতে এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত, ওই এলাকার মৃত করিম গাজীর ছেলে রওশন আলী (৫০), পালিয়ে গেছে।
অভিযোগের বিস্তারিত
মামলার এজাহারে কিশোরীর বাবা উল্লেখ করেছেন যে, দুপুরে বৃষ্টি শুরু হলে তার ১৪ বছর বয়সী মেয়ে মাঠে ছাগল আনতে যায়। দীর্ঘক্ষণ পরও সে বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। মাঠে গিয়েও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে অভিযুক্ত রওশনের বাড়ির পেছনে মেয়েটিকে কান্নাকাটি করতে দেখা যায়। তার জামা ছেঁড়া ও কাদামাখা ছিল।
পরে মেয়েটি জানায়, ছাগল আনতে যাওয়ার পথে রওশন তাকে ডাক দেয়। মেয়েটি কাছে যাওয়ার সাথে সাথেই রওশন তার মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে যায়। এরপর তাকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে রওশন ওই কিশোরীকে বাড়ির পাশের একটি বাগানে ফেলে দেয়।
পুলিশের পদক্ষেপ
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া অভিযুক্ত রওশনকে ধরতে পুলিশের বিশেষ টিম মাঠে রয়েছে।
আপনার মতামত লিখুন :