শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন,আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ টি ইউনিট
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আজ শনিবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৩১টি ইউনিট কাজ করছে, যার সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম বিকেল ৪টার দিকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, "আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে এবং আরও ৫টি ইউনিট পথে রয়েছে।" তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি আরও যোগ করেন, এই ঘটনায় কোনো হতাহতের খবর ফায়ার সার্ভিসের কাছে আসেনি।
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল এভিয়েশন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট ও বাংলাদেশ নৌবাহিনীও কার্গো সেকশনের এই অগ্নি নির্বাপণ কার্যক্রমে অংশ নিয়েছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ রয়েছে এবং যাত্রী টার্মিনালে এর কোনো প্রভাব পড়েনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে।
আপনার মতামত লিখুন :