জমি দখলে ব্যর্থ শরিফুল মাস্টার এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে একটি পরিবারকে
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : মণিরাপুরের গোপলপুর গ্রামের শরিফুল ইসলাম মাস্টার জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন একটি পরিবারকে। শরিফুল মাস্টার তার চাচাত ভাই আব্দুল মান্নানকে দিয়ে আব্দুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলা করিয়েছেন।
আব্দুর রহিমের মামলার অভিযোগে জানা গেছে, আব্দুর রহিম ও শরিফুল ইসলাম মাস্টার একই গ্রামের বাসিন্দা। ইজিবাইক চালক আব্দুর রহিমের একখন্ড জমি আছে শরিফুল মাস্টারের বাড়ির পাশে। এ জমি দখল নিতে দীর্ঘদিন ধরে শরিফুল মাস্টার নানা ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় শরিফুল মাস্টারের বাড়ির বাথরুমের লাইন আব্দুর রহিমের জমির মধ্যে দিয়ে দেয়। গত ১৮ জুলাই আব্দুর রহিম ও তার স্ত্রী প্রতিবাদ করায় শরিফুল মাস্টার তাদের মারপিট করে জখম করেন। এ ঘটনায় আব্দুর রহিমের স্ত্রী শরিফুল মাস্টারের বিরুদ্ধে আদালতে মামলা করলে বিচারক তা গ্রহণ করে সমন জারির আদেশ দিয়েছিলেন।
মামলা করায় আব্দুর রহিমের উপর চরম ভাবে ক্ষিপ্ত হয় শরিফুল মাস্টার। প্রতিশোধ নিতে তিনি বেপরোয়া হয়ে উঠেন। এরমধ্যে শরিফুল মাস্টার মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে তার ভাই আব্দুল মান্নানকে দিয়ে একটি মামলা করিয়েছেন। মামলার অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৮ জুলাই সাকলে আব্দুল রহিম ও তার স্ত্রী শরিফুল ইসলামের জমিতে শাবল কোদল নিয়ে গাছ কাটার উদ্দ্যেশে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেন। এ সংবাদ পেয়ে আব্দুল মান্নান ও তার বোন এবং শরিফুল মাস্টার বাধা দিতে গেলে তাদের মারপিট করে জখম করা হয়।
ভুক্তভোগী আব্দুর রহিম জানিয়েছেন, আমি ইজিবাইক চালিয়ে জীবীকা নির্বাহ করি। শরিফুল ইসলাম মাস্টার এলাকার টাকা ওয়ালা প্রভাবশালী লোক। তার বাড়ির পশে আমার একটি জমি তিনি দখলের ষড়যান্ত্র করে আসছেন দীর্ঘদিন ধরে। আমার জমিতে ময়লা পানির লাইন দেয়ার প্রতিবাদ করায় আমাকে ও আমার স্ত্রীকে সেদিন শরিফুল মাস্টার মারপিট করেছিলেন। আমি থানায় অভিযোগ দিলে শরিফুল মাস্টার থানায় প্রভাব খাটিয়ে সেদিন মামলা নিতে দেননি। আদালতে মামলা করায় শরিফুল মাস্টার তার চাচাত ভাই আব্দুল মান্নানকে দিয়ে আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :