শৈলকুপায় অস্ত্রসহ সাবেক সেনা সদস্য গ্রেফতার
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2025 ইং
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরি একনলা রাইফেল, শক মেশিন ও রামদাসহ পলাশ মিয়া নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার ভোর রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কত্তিনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে।
সেনাবাহিনী জানায়, ৫৫ এফ আই ইউ’র কর্পারাল এরশাদের সোর্সের তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে রাববার গভীর রাতে কত্তিনগর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলকট্রনিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে গ্রেফতার করা হয়। পর উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিকে শৈলকুপা থানায় সোপার্দ করা হয়। পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
আপনার মতামত লিখুন :