• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শচীনকে পেছনে ফেললেন কোহলি: লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬
ছবির ক্যাপশন: ad728

স্পোর্টস ডেস্ক : 
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ঘরোয়া ক্রিকেট খেলার শর্ত দিয়েছিল বোর্ড। সেই শর্ত পূরণ করতে দীর্ঘ ১৫ বছর পর ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট 'বিজয় হাজারে ট্রফি'তে ফিরলেন বিরাট কোহলি। আর ফিরেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের এক বিশাল রেকর্ড নিজের করে নিলেন এই ব্যাটিং জাদুকর। একই দিনে ব্যাটে ঝড় তুলে রেকর্ড বইয়ে তোলপাড় করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও।

শচীনকে টপকে দ্রুততম কোহলি: বেঙ্গালুরুতে দিল্লির হয়ে অন্ধ্র প্রদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন কোহলি। এদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই উচ্চতায় পৌঁছাতে কোহলির লেগেছে মাত্র ৩৩০ ইনিংস। যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ৩৯১ ইনিংস। অর্থাৎ শচীনের চেয়ে ৬১ ইনিংস কম খেলেই এই কীর্তি গড়লেন কোহলি।

এদিন ১০১ বলে ১৩১ রানের এক অনবদ্য ইনিংস খেলেন বিরাট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন তার মোট রান ১৬ হাজার ছাড়িয়েছে। দ্রুততম ১৬ হাজারের তালিকায় কোহলির পেছনে রয়েছেন গর্ডন গ্রিনিজ (৪২২ ইনিংস), রিকি পন্টিং (৪৩০ ইনিংস) এবং গ্রাহাম গুচ ও ভিভ রিচার্ডস (৪৩৫ ইনিংস)।

রোহিতের রুদ্রমূর্তি: কোহলির মতো ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন রোহিত শর্মাও। মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে ৩৮ বছর ২৩৮ দিন বয়সে দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে মাত্র ৬২ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রোহিত। তার এই ইনিংসটি ছিল ১৮টি চার ও ৯টি ছক্কায় সাজানো।

এই ইনিংসের মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে নবমবারের মতো ১৫০ ছাড়ানো রানের দেখা পেলেন রোহিত, যা যৌথভাবে এই ফরম্যাটে সর্বোচ্চ ১৫০+ রানের বিশ্ব রেকর্ড।

বিশ্বকাপের পথে দুই তারকা: বিজয় হাজারে ট্রফিতে দুই তারকার এমন বিধ্বংসী পারফরম্যান্স আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরের জন্য বড় স্বস্তির খবর। অভিজ্ঞ এই দুই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে নিজেদের ধার প্রমাণ করে নির্বাচকদের স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন।