• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে সাংবাদিক সুশান্তের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে সাংবাদিক সুশান্ত মল্লিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব ও ফিরে দেখা এসএসসি-১৯৯১ ব্যাচের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, ফিরে দেখা এসএসসি-১৯৯১ ব্যাচের সভাপতি শিক্ষক মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল হালিম প্রমুখ। 

গত বৃহস্পতিবার সবুজ বাংলা ও বিডি খবর পত্রিকার কেশবপুর প্রতিনিধি সুশান্ত মল্লিকের উপর জমি সংক্রান্ত বিরোধে পরিকল্পিতভাবে তার এলাকার সরাপপুর গ্রামের উত্তম মল্লিক ও প্রদীপ মল্লিকের নেতৃত্বে কতিপয় ব্যক্তিরা হামলা করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।  ঘটনা উল্লেখ করে থানায় মামলা করা হলে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তবে বাকি আসামীরা তাকে হুমকি-ধামকি দিচ্ছে বলে জানা গেছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, কেশবপুর প্রেসক্লাবের সদস্য সুশান্ত মল্লিককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। এ ঘটনায় নিন্দা জানানোসহ এর সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেফতারের দাবি করেন বক্তারা।