• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই - অধ্যাপক গোলাম রসুল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো অপরাধ বা জালিয়াতির সুযোগ থাকবে না। আগামী নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, যশোর শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ।
অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য জুলাই সনদ বাস্তবায়নই হলো জাতির মুক্তির একমাত্র পথ। ভবিষ্যতে যাতে দেশে আর কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং আগামী ফেব্রæয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি করা হয়। জনগণের অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ সরকার নির্ধারণ করবে এটাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।