• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় বিজিবির অভিযানে ২ পিচ স্বর্ণবারসহ যুবক আটক


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :  যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় বিজিবির অভিযানে ২২৫.৩১ গ্রাম ওজনের ২ পিচ স্বর্ণবারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামী হলেন,রাজবাড়ি জেলার নবাবভাড়ী উপজেলার পোদমদী গ্রামের সোহেল শেখের ছেলে বাদশা শেখ (২৫)।

বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় বিজিবি এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতয়ালী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির পরিহিত প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিল।

আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৪,৫৪,৪৫২/-(চৌত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশত বায়ান্ন) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং নগদ ৪,৮১০/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩৪,৭৯,২৬২/-(চৌত্রিশ লক্ষ উনআশি হাজার দুইশত বাষট্টি) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।