• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

যশোরে মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি ।


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর :


মহান মে দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের উদ্যোগে আজ সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষ করে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। 'শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ ¯েøাগানে জেলা প্রশাসক মো: আজাারুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শহরের উকিল বাওে এসে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আমল সিদ্দিকীসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালির আগে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আজারুল ইসলাম।
এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।