মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে ভাড়াটিয়া দম্পত্তির বিরুদ্ধে বাড়ির মালিকের মামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে ভাড়াটিয়া দম্পত্তির বিরুদ্ধে যশোর আদালতে বাড়ির মালিক মামলা করেছেন। মঙ্গলবার শহরের নাজির শংকরপুর এলাকার মরহুম আব্দুস সাত্তারের মেয়ে রেখা পারভীন বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো,বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার শরীফ ও তার স্ত্রী ফারজানা ইয়াসমিন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
মামলার অভিযোগে জানা গেছে, তিন বছর আগে শরীফ-ফারজানা দম্পত্তি রেখা পারভীনের বাড়ির তিনতলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। আসামিদের কার্যকলাপ ভালো না হওয়ায় বাড়ির মালিক রেখা পারভীন তাদের বাসা ছেড়ে দেয়ার জন্য বলেন। আসামিরা বাড়ির মালিকের কথা কর্ণপাত না করে জোর করে বাড়িতে থেকে যান। গত ২৫ সেপ্টেম্বর আসামিদের বাসায় বকেয়া ভাড়া আনতে যান রেখা পারভীন। আসামিরা ভাড়া দিবেনা বলে বাকবিতন্ডার এক পর্যায়ে ফারজানা ও তার স্বামী শরীফ বেদম মারপিট করে গুরুত আহত করে রেখা ও তার মেয়েকে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা আর ভাড়া দিবেনা এবং বাড়ি দখল করে নিবে বলে হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কৃতপক্ষ মামলা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :