নির্বাচিত হলে শাসক নয়, সেবক হয়ে কাজ করবো - ডা. মোসলেহ উদ্দীন ফরিদ
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2025 ইং
চৌগাছা প্রতিনিধি : স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক দলকে এদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, কিন্তু সরকারে গিয়ে সবাই নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত থেকেছেন। দেশের সাধারণ মানুষের কথা তারা ভাবে না। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান নিয়ে কেউ ভাবে না। এমপি মন্ত্রীদের উন্নয়ন ঠিকই হয়, কিন্তু তাদের এলাকার সাধারণ মানুষের উন্নয়ন ঘটে না। আগামীতে যদি দেশের মানুষ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা তাদের সেবক হয়ে কাজ করতে চাই, শাসক হয়ে নয়।
যশোরের চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের জন্য সরকারি বরাদ্ধের টাকা জনগনের কাজে ব্যবহার করা হবে। জাময়াত মনোনীত প্রার্থীরা এমপি নির্বাচিত হলে কাউকে কমিশন দিয়ে কাজ করতে হবেনা। জনগনের সেবায় উন্নয়ন প্রকল্পের শতভাগ কাজ নিশ্চিত করা হবে। জামায়াতের কর্মীরা নির্বাচিত হলে রাষ্ট্রের দায়িত্ব পালনে নিয়জিত থাকবো। সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করবো।
বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ কর্মীদের উদ্দেশ্যে হসেন বলেন, আগামী দিনে আপনারা যারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, তারা মনে রাখবেন, ভোট হচ্ছে আমানত। জনগণ তাদের আমানত ভোট কেন্দ্রে জমা দিয়ে যাবে, তা পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের। কোনও অবস্থাতেই এ দায়িত্বে অবহেলা করা যাবে না। ভোট গ্রহণ থেকে শুরু করে, গণনা ও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও অবস্থাতেই কেন্দ্র ছাড়া যাবে না। যত বাধা বিপত্তি আসুক নেতা-কর্মীদের দায়িত্বে অটল থাকার নির্দেশ দেন তিনি।
ইউনিয়ন জামায়াতের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উাপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, রহিদুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য সামসুর রহমান, ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, যুব জামায়াতের নেতা সোহেল রানা জিকো, শ্রমিক বিভাগের নেতা আবু বক্কর , সেক্রে সাইদুল, জামায়াত নেতা হাফিজুর, প্রভাষক আলাউদ্দীন প্রমুখ।
এছাড়া কর্মী সম্মেলনে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও পুরুষ নেতাকর্মীর অংশগ্রহন করেন।
আপনার মতামত লিখুন :