• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজায় ২০০ মার্কিন সেনা, ইসরায়েলে যৌথ কন্ট্রোল সেন্টার


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পরিস্থিতি পর্যবেক্ষণে ২০০ সেনা মোতায়েন করতে চলেছে যুক্তরাষ্ট্র। এই মার্কিন সেনারা সরাসরি গাজায় নয়, বরং ইসরায়েলে অবস্থান নিয়ে উপত্যকার সামগ্রিক পরিস্থিতির ওপর নজরদারি করবেন। এই পর্যবেক্ষণের সুবিধার্থে ইসরায়েলে স্থাপন করা হবে একটি যৌথ কন্ট্রোল সেন্টার।

আজ শুক্রবার (১০ অক্টোবর) মার্কিন সূত্রের বরাতে বার্তা সংস্থা এপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষক দলে শুধু মার্কিন কর্মকর্তারাই নন, বরং মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় নতুন করে কোনো সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বহুজাতিক দলটি ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

এদিকে, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এর অর্থ হলো, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় এই গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে।

যুদ্ধবিরতি কার্যকর হলে উপত্যকার স্থিতিশীলতা রক্ষা এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

সূত্র: এপি, টাইমস অব ইসরায়েল