• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে চারটায় যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমি মাঠে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, যশোরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বেগম খালেদা জিয়ার উন্নয়নের ছোঁয়া রয়েছে। এই অবদান স্মরণ করে তার আত্মার শান্তি কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্রসমাজ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।