
সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত দেড়টার দিকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের ওই সময় নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় পৌঁছান। গন্তব্যে পৌঁছানোর পরও নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। তিনি চালককে উদ্দেশ্য করে গালিগালাজ ও অসংলগ্ন কথা বলার পাশাপাশি একপর্যায়ে চালক আকবর হোসেনকে মারধর করেন।
ঘটনার সময় আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে নোবেল জনতার রোষানলে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেল ও চালকসহ গাড়িটি থানায় নিয়ে যায়।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, “সংগীতশিল্পী নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, এর আগেও নোবেল বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েছেন। গত ২০ মে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হন তিনি। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। জামিনে মুক্তি পান ২৪ জুন।
আপনার মতামত লিখুন :