যশোরে আওয়ামী লীগ ৪ নেতাকর্মীকে নাশকতা মামলায় আটক করেছে পুলিশ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮
নিজস্ব প্রতিবেদক :
যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃরা হলো, যশোর শহরের ষষ্টিতলা পাড়া মৃত মোহাম্মদ আলীর ছেলে আওয়ামী লীগের কর্মী ফয়সাল হোসেন, বেজপাড়া মাহফুজ সড়ক এলাকা মৃত কাজী সদরুল হুদার ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সোহাগ, শহরতলীল তরফ নওয়াপাড়া এলাকার আবু বক্কর সরদারের ছেলে নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, আটক ৪ জনকে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক এবং বিএনপি অফিস পোড়ানের মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :