
অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভ্যান চালক লিমন শেখ (২৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে নিহতের পিতা আবুল কাশেম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে লিমন শেখ হত্যার সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তারের দাবিতে রিক্সা-ভ্যান শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ হতে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে অভয়নগর থানায় গিয়ে মিছিল শেষ হয়। এতে শত শত রিক্সা-ভ্যান শ্রমিক অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের শ্রমিক ভাই লিমন শেখ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের সুপরামর্শ এবং আশ্বাস দেওয়ার পর আমরা আমাদের কর্মে ফিরে যায়।’
এর আগে গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগান থেকে ভ্যান চালক লিমন শেখের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ভ্যান চালক লিমন শেখ (২৫) উপজেলার বুইকারা গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তিনি একই গ্রামের আব্দুর রহিম আকুঞ্জীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘নিহত লিমন শেখের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-১৩। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতেই নিহতের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় লিমন শেখ। মধ্যরাতে বাড়ি ফিরে না আসলে তার মোবাইল ফোনে যোগাযোগের করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগানে তার মরদেহের সন্ধান মেলে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্য লিমন শেখকে শ্বাসরোধে হত্যার পর একটি গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
আপনার মতামত লিখুন :